প্রকাশিত: : ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৪৬ পিএম
দুটি সাফজয়ী জাতীয় ফুটবলার ঋতুপর্ণা চাকমা নারী জাগরণে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক-২০২৫ পাচ্ছেন। রোকেয়া দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
দুটি সাফ জয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা বেগম রোকেয়া পদক-২০২৫ পাচ্ছেন। নারী জাগরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। ৯ ডিসেম্বর (মঙ্গলবার) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হবে।
নারীশিক্ষা, নারী অধিকার ও মানবাধিকারে অবদানের স্বীকৃতি হিসেবে আরও তিনজন পাচ্ছেন এ পুরস্কার।
তারা হলেন- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার ও মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস।
ঋতুপর্ণা সামাজিক ও পারিবারিক নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ক্রীড়াঙ্গনে পথচলা শুরু করেন। জাতীয় দলে জার্সি পরে সাফ জয়ের পাশাপাশি দেশকে প্রথমবার এশিয়ান কাপে নিয়েছেন। তাকে দেখে অনেকে ফুটবলসহ অন্যান্য খেলাধুলায় আসতে উৎসাহী হয়েছে। যে কারণে পদক পাচ্ছেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।