মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বিপিএল-এ আসছে নোয়াখালী ফ্রাঞ্চাইজি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ২৪, ২০২৫, ০৯:১১ পিএম

বিপিএল-এ আসছে নোয়াখালী ফ্রাঞ্চাইজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পরবর্তী আসরে প্রথমবারের মতো নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণের সম্ভাবনা জোরদার হচ্ছে। গত ১১ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১০টি ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করার সময় নোয়াখালী ও ময়মনসিংহকে নতুন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে প্রথম ধাপে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চাওয়া প্রতিষ্ঠান বাংলা মার্ক লিমিটেড দল পাওয়া থেকে বাদ পড়ে।

এবার নতুন সূত্রে জানা গেছে, দেশ ট্রাভেলস নামের একটি প্রতিষ্ঠান নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে। দেশ ট্রাভেলস শুরুতে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে চেয়েছিল, কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তারা চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি।

গত ৫ নভেম্বর বিপিএল গভর্নিং কাউন্সিল আগামী পাঁচ আসরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করলেও, বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে না পারায় সময়সীমা বাড়ানো হয়। এর মধ্যে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যার কারণে তাদের স্থানে নতুন দল গঠনের কথাও ভাবা হচ্ছে।

সূত্রের বরাতে জানা গেছে, চট্টগ্রাম রয়্যালসের জায়গায় ‘চট্টগ্রাম এক্সপ্রেস’ নামে একটি নতুন দল আসতে পারে, যেটির মালিক হতে পারে দেশ ট্রাভেলস। পাশাপাশি নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’ নাম নিয়ে বিপিএলে অংশগ্রহণ করতে পারে।

বর্তমানে নিশ্চিত নয় যে, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি ৬ নম্বর দল হিসেবে নতুনভাবে যুক্ত হবে, না চট্টগ্রাম রয়্যালসের পরিবর্তে তারা অংশ নেবে। ৩০ নভেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে এই বিষয়গুলো চূড়ান্ত হবে।
 

Link copied!