বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৪, ২০২৫, ০৭:৫৯ পিএম

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেলো জামায়াত

দীর্ঘ আইনি লড়াইয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী পুনরায় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ফিরে পেয়েছে। সেই সঙ্গে দলটি তাদের আগের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৮ সালের ৪ নভেম্বর ইসি জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়। তবে, হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে ওই নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয় এবং ২০১৮ সালের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাতিল করা হয়।

পরে জামায়াত আপিল বিভাগে আবেদন করে। মামলার দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৩ সালের ১৯ নভেম্বর মামলাটি খারিজ হলেও পরে নতুন করে আবেদন করে দলটি। ২০২৪ সালের ২২ অক্টোবর আপিল বিভাগ মামলাটি পুনরুজ্জীবিত করে এবং শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ২০১৮ সালের নিবন্ধন বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে জামায়াতে ইসলামীকে দলীয় প্রতীকসহ পুনরায় নিবন্ধিত বলে ঘোষণা করেছে।

Link copied!