মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

নিবন্ধন আবেদনে তিন প্রতীক এনসিপির, পেতে চায় ‘শাপলা’

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২২, ২০২৫, ০৬:০৯ পিএম

নিবন্ধন আবেদনে তিন প্রতীক এনসিপির, পেতে চায় ‘শাপলা’

নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের প্রস্তাবিত প্রতীকের তালিকায় রয়েছে ‘শাপলা’, ‘কলম’ এবং ‘মোবাইল’। তবে শাপলাকেই প্রধান দাবিকৃত প্রতীক হিসেবে চায় দলটি।

রোববার (২২ জুন) রাজধানীর নির্বাচন ভবনে আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, "আমাদের মূল দাবি শাপলা প্রতীক। তবে বিকল্প হিসেবে কলম ও মোবাইল প্রতীকও আবেদনপত্রে উল্লেখ করেছি।"

আবেদন জমার সময় উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ অন্য নেতৃবৃন্দ।

Link copied!