বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

দেশে ফিরে গুলশান এভিনিউর বাড়িতে উঠবেন তারেক রহমান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ১৮, ২০২৫, ০১:৩২ পিএম

দেশে ফিরে গুলশান এভিনিউর বাড়িতে উঠবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজধানীর গুলশান-২ এভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে বসবাস করবেন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই দোতলা বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল এবং খোলা প্রাঙ্গণ।

দেড় বিঘা জমির ওপর নির্মিত এ বাড়িটি বিচারপতি আবদুস সাত্তারের সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন খালেদা জিয়ার দখলে থাকলেও নামজারি হয়নি এতদিন। তবে গত ৪ জুন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার নামে নামজারি করে দেওয়া হয়।

বাড়িটি আগে একটি বহুজাতিক কোম্পানির সিইও ভাড়া নিয়ে বসবাস করতেন। ছয় মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দিলে তা সংস্কার করে তারেক রহমানের জন্য বসবাসযোগ্য করা হয়। বর্তমানে বাড়িটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হলে দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরবেন। এরই প্রস্তুতি হিসেবে গুলশানের এ বাড়িতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডন যাওয়ার আগে বাড়িটি ঘুরে দেখেছেন।

উল্লেখ্য, গুলশানের এই বাড়ির পাশাপাশি সেনানিবাস এলাকাতেও খালেদা জিয়ার নামে একটি বাড়ি বরাদ্দ ছিল, যা ২০১০ সালে আদালতের আদেশে উচ্ছেদ করা হয়। পরে ২০১২ সালে খালেদা জিয়া বর্তমান ‘ফিরোজা’ বাড়িতে উঠে আসেন, যা তারেক রহমানের নির্ধারিত বাড়ির পাশেই অবস্থিত।

২০০৭ সালের ৭ মার্চ ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এবং ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন এবং ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Link copied!