বুধবার, ০৯ জুলাই, ২০২৫

নগরভবনে ইশরাকের সভা, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ১৬, ২০২৫, ০৫:৩০ পিএম

নগরভবনে ইশরাকের সভা, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরভবনে বিএনপি নেতা ইশরাক হোসেন সোমবার (ঈদের ছুটির পরদিন) একটি মতবিনিময় সভায় অংশ নেন। নগর ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় তাকে সংবর্ধনা দেন করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

এই সভাই ছিল নগর ভবনে ইশরাক হোসেনের প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি। ব্যানারে তার নামের পাশে লেখা ছিল—‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’। সভায় উপস্থিত কর্মকর্তারাও তাকে মেয়র হিসেবে সম্বোধন করেন।

এদিকে, ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে নগর ভবনের বাইরে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের উপস্থিতির কারণে সোমবার সকাল থেকেই নগর ভবনের মূল ফটকে তালা ঝুলছিল। ভেতরে দলীয় নেতাকর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

Link copied!