প্রকাশিত: : মে ১১, ২০২৫, ০৪:২১ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাইনবোর্ড ঝুলানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এনসিপির নেতাকর্মীরা ওই কার্যালয়ে প্রবেশ করে তাদের দলীয় কার্যক্রম শুরু করেছেন এবং ভবনের বাইরে `জাতীয় নাগরিক পার্টি, চরফ্যাশন উপজেলা কার্যালয়` লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। এ ছাড়া, ভবনের ছাদে মাইক লাগিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এবং তাদের বিচারের দাবি জানিয়ে প্রচারণাও চালানো হয়।
এই ঘটনাটি ঘটেছে ১০ মে, শনিবার দুপুরে, যখন অহিদ ফয়সালের নেতৃত্বে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন, এই কার্যালয়টি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এটি একটি প্রয়াত আওয়ামী লীগ নেতার দানকৃত জমিতে নির্মিত। ২০০২ সালের দিকে নির্মিত এই কার্যালয়টি গত ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল, এরপর কার্যালয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মাহমুদুল হাসান সাকিব বলেন, "এটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়, কিন্তু এনসিপি নেতারা সেখানে তাদের সাইনবোর্ড ঝুলিয়ে আমাদের কার্যক্রম বন্ধ করার চেষ্টা করছেন।" তবে, এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি অহিদ ফয়সাল দাবি করেছেন, "এখন থেকে এখানে এনসিপির দলীয় কার্যক্রম চলবে এবং ভবনটি সরকারি খাস জমিতে নির্মিত।"
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ঢাকা পোস্টকে জানিয়েছেন, "এই ঘটনা সম্পর্কে আমি শুনেছি এবং ভবনটি খাস জমিতে নির্মিত কিনা তা কাগজপত্র দেখে জানার চেষ্টা করব। ২-৪ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।"