প্রকাশিত: : মে ৯, ২০২৫, ০৬:১৬ পিএম
আজ শুক্রবার বিকাল পৌনে ৫টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে ফোয়ারার সামনে একই দাবিতে জমায়েত শুরু হয়। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা যোগ দেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
এসময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, তাদের দাবির বিষয়টি নিয়ে জমায়েত করা হয়েছে এবং তারা শাহবাগ অবরোধ করবেন। তিনি আওয়ামী লীগকে একাধিক গণহত্যা, হত্যা-খুনের সঙ্গে জড়িত বলে দাবি করেন। ২০০৬ সালে আওয়ামী লীগ বাংলাদেশে সহিংসতা এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চলবে।
জমায়েতে হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতারা অংশ নেন। দুপুর ১২টার দিকে, তারা শাহবাগে মিছিল নিয়ে এসে অবস্থান নেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।
এদিকে, পুলিশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাস্তা থেকে কাকরাইল মসজিদের দিকে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। সমাবেশস্থলে ক্যানন দিয়ে পানি ছিটিয়ে গরম কমানোর চেষ্টা করা হয়।
নিষিদ্ধের দাবিতে এই আন্দোলনকে একত্রিত করার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। তিনি ফেসবুকে পোস্ট করে দাবি করেন, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে।
বিক্ষোভকারীরা "ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো", "আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও" সহ বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আবদুল্লাহ আরও জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চলবে এবং তাদের এই প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আজ ৯ মে বাদ জুমা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনে যোগ দেবেন বলে জানা গেছে।