সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৫:৪৯ পিএম

ছাত্রলীগের সাদ্দাম, ইনান ও শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান এবং বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই বহিষ্কারাদেশ দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে বহিষ্কৃতদের নাম প্রকাশ না করলেও মঙ্গলবার তাদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, আর মাজহারুল কবির শয়ন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠে। হামলার পর আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বেড়ে গেলে তা গণআন্দোলনে রূপ নেয়।

পরবর্তীতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং আন্দোলনের চাপে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন বলে জানা গেছে।

Link copied!