রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতে ইসলামের

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : এপ্রিল ২১, ২০২৫, ০১:২৫ এএম

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি হেফাজতে ইসলামের

অন্তর্বর্তী সরকারের গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গতকাল ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত এক বিশেষ নির্বাহী কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় ধর্মীয় আইন—বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইন—সম্পর্কে আপত্তিকর বক্তব্য রয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম। তারা এসব প্রস্তাব বাতিলের পাশাপাশি কমিশনটি সম্পূর্ণরূপে বাতিলের দাবি জানায়।


বৈঠক শেষে হেফাজতে ইসলাম পাঁচ দফা দাবি তুলে ধরে। এসব দাবির মধ্যে রয়েছে শাপলা চত্বরে গণহত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সময় নিহতদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‍‍`মিথ্যা মামলা‍‍` প্রত্যাহার।

হেফাজতে ইসলাম সংবিধান সংস্কার কমিশনের কয়েকটি প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছে। তারা ‍‍`বহুত্ববাদ‍‍` সংযুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসব বাতিলের আহ্বান জানায় এবং সংবিধানে আল্লাহর ওপর ঈমান ও আস্থার পুনঃনিশ্চয়তার দাবি জানায়।

এ ছাড়া, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে, দেশটির সদ্য পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে ভারত সরকারের কাছে অন্তর্বর্তী সরকারকে দাবি জানানোর কথা বলেছে সংগঠনটি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যারও নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম এবং বিশ্ব নেতাদের এ নিষ্ঠুরতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, বৈঠকে সর্বসম্মতভাবে ৩ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন দাবি উপস্থাপন করা হবে।

এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, মহাসমাবেশ সফল করতে ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।

Link copied!