সোমবার, ০৫ মে, ২০২৫

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশ ক্ষেত্রে প্রযোজ্য; নেপাল-ভুটানের ক্ষেত্রে নয়

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১০, ২০২৫, ০৬:২৫ পিএম

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশ ক্ষেত্রে প্রযোজ্য; নেপাল-ভুটানের ক্ষেত্রে নয়

বাংলাদেশের পণ্যের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তটি তৃতীয় দেশে রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে; তবে নেপাল বা ভুটানে পণ্য পরিবহনের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নয়া দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান। তিনি বলেন, ভারতের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির সমুদ্রবন্দর বা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুযোগ বাতিল করা হয়েছে। তবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে পণ্য পরিবহন আগের নিয়মেই চলবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের সমুদ্র ও বিমানবন্দরগুলোতে দীর্ঘদিন ধরে পণ্যজট তৈরি হচ্ছিল, যার ফলে রপ্তানি কার্যক্রমে বিলম্ব ও অতিরিক্ত খরচ হচ্ছিল। এই পরিস্থিতি মোকাবিলায় ৮ এপ্রিল ২০২৫ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত কেবল তৃতীয় দেশে রপ্তানি সংক্রান্ত ট্রান্সশিপমেন্টের ওপর প্রযোজ্য; নেপাল বা ভুটানের মতো প্রতিবেশী ভূমিবেষ্টিত দেশগুলোর সঙ্গে বিদ্যমান স্থলপথ বাণিজ্যে এর প্রভাব পড়বে না।

উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোকে ভূমিবেষ্টিত দেশগুলোর জন্য অবাধ ট্রানজিট সুবিধা দিতে বাধ্য করা হয়। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—সবাইই ডব্লিউটিওর সদস্য।

Link copied!