প্রকাশিত: : মে ৪, ২০২৫, ১২:৫২ এএম
বাংলাদেশে মে মাসে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের আকার ধা্রণের সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি প্রকাশিত মাসব্যাপী আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মাসের শেষার্ধে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও মাসের প্রথম দুই সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।
বিগত বছরগুলোতেও মে মাসে বড় দুটি ঘূর্ণিঝড়—‘মোখা’ (১৪ মে, ২০২৩) ও ‘রেমাল’ (২৬ মে, ২০২৩)—বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এতে বাংলাদেশের নানা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া চলতি মে মাসে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিচ্ছিন্নভাবে ভারি বৃষ্টিতে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে।
গড় তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস থাকার পাশাপাশি এক থেকে তিনটি মৃদু এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে এ মাসে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামশের পাশাপাশি পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিয়মিত আপডেটের জন্য খবরে নজর রাখার আহ্বান জানিয়েছে।