মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সমুদ্রপথে স্পেনে প্রবেশকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যু

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:০৩ পিএম

চলতি বছরে সমুদ্রপথে স্পেনে পৌঁছাতে গিয়ে অন্তত ৩ হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেখানে ক্যানারি দ্বীপপুঞ্জ রুটকে এখনো সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সমুদ্রপথে স্পেনে প্রবেশকালে ৩ হাজার অভিবাসীর মৃত্যু

চলতি বছরে সমুদ্রপথে স্পেন পৌঁছাতে গিয়ে অন্তত তিন হাজার ৯০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) স্পেনের বেসরকারি সংস্থা ‘কামিনান্দো ফ্রোন্তেরাস’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির ‘রাইট টু লাইফ মনিটরিং ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১৯২ জন নারী ও ৪৩৭ জন শিশু রয়েছে । এর আগে, ২০২৪ সালে এই পথে রেকর্ড ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় চলতি বছর প্রাণহানি কমেছে।
প্রতিবেদনে ক্যানারি দ্বীপপুঞ্জ রুটটিকে এখনো সবচেয়ে প্রাণঘাতী হিসেবে চিহ্নিত করা হয়। এ বছর এই পথে ১ হাজার ৯০৬ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ভূমধ্যসাগরীয় রুটে মারা গেছেন ১ হাজার ৩৭ জন।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর পর্যন্ত অবৈধ পথে আগত অভিবাসীর সংখ্যা ৪০ দশমিক ৪ শতাংশ কমেছে। ক্যানারি দ্বীপপুঞ্জে এই হার কমেছে প্রায় ৬০ শতাংশ। এ বছর সাগরে মোট ৩০৩টি ট্র্যাজেডির খবর পাওয়া গেছে।
গবেষণার সমন্বয়ক হেলেনা মালেনো সতর্ক করেছেন, পশ্চিম আফ্রিকার গিনি থেকে নতুন একটি রুট চালু হয়েছে। যা নারী ও শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া জিব্রাল্টার প্রণালী সাঁতরে পার হওয়ার চেষ্টাও বেড়েছে। এ বছর এমন চেষ্টাকালে ১৩৯ জনের মৃত্যু হয়েছে, যার ২৪ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।
কামিনান্দো ফ্রোন্তেরাস অভিযোগ করেছে, অপর্যাপ্ত উদ্ধার তৎপরতা ও সীমান্ত নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা এসব মৃত্যুর জন্য দায়ী। সীমান্ত রক্ষার দায়িত্ব তৃতীয় কোনো দেশের হাতে ছেড়ে দেওয়ায় অভিবাসনপ্রত্যাশীরা আরও অরক্ষিত হয়ে পড়ছেন বলে এনজিওটি দাবি করেছে।

Link copied!