সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গা*জায় একই পরিবারের ১১ জনকে হত্যা করল ইসরায়েল

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৫০ পিএম

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছে—যা আট দিন আগে শুরু হওয়া যুদ্ধবিরতির সবচেয়ে মারাত্মক লঙ্ঘন বলে জানিয়েছে আল জাজিরা।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গা*জায় একই পরিবারের ১১ জনকে হত্যা করল ইসরায়েল

ইসরায়েলি সেনারা গাজায় একটি ফিলিস্তিনি পরিবারের ১১ জনকে হত্যা করেছে। এটি আট দিন আগে শুরু হওয়া যুদ্ধবিরতির সবচেয়ে মারাত্মক লঙ্ঘন। আল জাজিরা এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

গাজা সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকার আবু শাবান পরিবারের গাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে তিনজন নারী। এর সঙ্গে সাত শিশুও রয়েছে। পরিবারটি গাড়িতে করে তাদের বাড়িতে ফিরে যেতে চাইছিল। তখনই তখন ইসরায়েলি সেনারা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়।

বাসাল বলেন, তাদের সতর্ক করা যেত বা ভিন্নভাবে মোকাবিলা করা যেত। এই ঘটনা প্রমাণ করে যে, দখলদার বাহিনী এখনো রক্তের তৃষ্ণায় আছে। তারা নির্দোষ নাগরিকদের হত্যায় অনড়।

সংস্থাটি পৃথক এক বিবৃতিতে জানায়, তারা জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) সঙ্গে সমন্বয় করে নয়টি মরদেহ উদ্ধার করতে পেরেছে। দুই শিশুর মরদেহ এখনো পাওয়া যায়নি।

হামাস এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‍‍`হত্যাযজ্ঞ‍‍` হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে, পরিবারটিকে কোনো যৌক্তিক কারণ ছাড়া হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে হামাস গাজা থেকে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এমনটি জানিয়েছে।

একইসঙ্গে হামাস অভিযোগ করছে, ইসরায়েল এখনো যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে। ইসরায়েলও একই দোষ চাপাচ্ছে হামাসের ওপর।

Link copied!