প্রকাশিত: : অক্টোবর ১৩, ২০২৫, ১২:০৮ পিএম
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরির ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে তাদের আলিঙ্গন ও চুম্বনের ছবি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলোচনার ঝড়। দুজনের কেউই এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি আবারও আলোচনায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে এক বিলাসবহুল ইয়টে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশিত হয়েছে, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মার্কিন গণমাধ্যম ডেইলি মেইল-এর প্রকাশিত ছবিতে দেখা যায়, পেরি কালো সুইমসুট পরে রয়েছেন, পাশে ট্রুডো।
ছবিতে দেখা যায় দুজনকে চুম্বন করছেন আলিঙ্গন করে। ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। ছবিগুলো ধারণ করা হয়েছে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমটিকে বলেন, তারা হঠাৎ একটি পর্যটক নৌকার পাশে এসে থামেন। এরপর দুজনকে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায়। শুরুতে বুঝতে পারিনি কে, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে চিনে ফেলি।
কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা যায় জুলাই ২০২৫-এ, যখন তাদের মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় ডিনার করতে দেখা যায়। পরবর্তী সময়ে ট্রুডোকে পেরির কানাডা সফরের সময় তার ‘লাইফটাইমস টুর’-এর কনসার্টেও দেখা যায়। সর্বশেষ ইয়টের ঘনিষ্ঠ ছবিগুলো তাদের সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে।
প্রসঙ্গত, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান। তাদের তিন সন্তান জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)। অন্যদিকে, কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্ক ও ছয় বছরের বাগদানের ইতি টেনেছেন। তাদের ৫ বছর বয়সি একটি এক কন্যাসন্তান রয়েছে।
জাস্টিন ট্রুডো ও কেটি পেরির প্রেম নিয়ে আলোচনা চললেও এই সম্পর্ক নিয়ে কেউই এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সাম্প্রতিক ছবিগুলোই যেন ইঙ্গিত দিচ্ছে, তাদের সম্পর্ক কেবল গুজব নয়।