প্রকাশিত: : জুলাই ১৫, ২০২৫, ১০:২১ পিএম
ভারতের ওড়িশা রাজ্যে যৌন হেনস্তার অভিযোগে সুরাহা না পেয়ে নিজের গায়ে আগুন দেওয়া এক কলেজছাত্রী অবশেষে প্রাণ হারালেন। ২০ বছর বয়সী ওই শিক্ষার্থী সোমবার রাত ১১টা ৪৬ মিনিটে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রীটি বালেশ্বর জেলার একটি স্বায়ত্তশাসিত কলেজে বিএড কোর্সে অধ্যয়নরত ছিলেন। অভিযোগ, তিনি তার এক অধ্যাপকের বিরুদ্ধে একাধিকবার যৌন হেনস্তার অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ না পেয়ে শনিবার কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে নিজেই নিজের গায়ে আগুন দেন।
ছাত্রীটির মৃত্যু সংবাদ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স-এ (পূর্বের টুইটার) পোস্ট করে নিশ্চিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ চিকিৎসার পরও তার শরীরের মারাত্মক দগ্ধ অবস্থার কারণে মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি।
ময়নাতদন্তের পর মঙ্গলবার সকালে বালেশ্বর জেলার ভোগোরাই গ্রামে তার সৎকার সম্পন্ন হয়।
এ ঘটনায় রাজ্যজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও যৌন হেনস্তার অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জোরালো হচ্ছে।