প্রকাশিত: : জুলাই ৪, ২০২৫, ০৪:১৫ পিএম
আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া, বিশ্বের প্রথম দেশ হিসেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে, যা সরাসরি স্বীকৃতির প্রতীক।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই সিদ্ধান্ত আমাদের দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও ত্বরান্বিত করবে।”
যদিও চীন, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান কাবুলে নিজেদের রাষ্ট্রদূত নিযুক্ত করেছে, তবে কোনো দেশই এখন পর্যন্ত তালেবান সরকারকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেয়নি। এই প্রেক্ষাপটে রাশিয়ার স্বীকৃতি তালেবান প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে রাশিয়ার পার্লামেন্ট একটি আইন পাস করে, যার মাধ্যমে তালেবানকে দেশটির নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়।
তবে পশ্চিমা দেশগুলো এখনো তালেবান সরকারের প্রতি কড়া অবস্থানে রয়েছে, বিশেষ করে নারী অধিকার নিয়ে। কূটনীতিকরা পরিষ্কার করেছেন, নারীদের শিক্ষা ও চলাফেরার স্বাধীনতার মতো মৌলিক অধিকার নিশ্চিত না করলে স্বীকৃতি পাওয়া কঠিন হবে।