বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আন্তর্জাতিক পর্যটনে সৌদি আরবে আয় বেড়েছে ১৪৮ শতাংশ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৫, ২০২৫, ০৪:১৩ পিএম

আয়ের দিক থেকে সৌদি আরবের পর্যটন খাত গত বছর একটি মাইলফলক অর্জন করেছে।

আন্তর্জাতিক পর্যটনে সৌদি আরবে আয় বেড়েছে ১৪৮ শতাংশ

সৌদি আরবের পর্যটন খাতে চলছে নজরকাড়া অগ্রগতি। ২০১৯ সালের তুলনায় আন্তর্জাতিক পর্যটন আয় বেড়েছে ১৪৮ শতাংশ—জি২০ ভুক্ত দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ। এমন বিস্ময়কর উন্নয়নকে কেন্দ্র করেই গত বছরটি দেশটির জন্য হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে সৌদি সরকারের সুপরিকল্পিত উদ্যোগ। ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে নেয়া হয়েছে কৌশলগত বিনিয়োগ, পরিচালনাগত সংস্কার এবং মেগা পর্যটন প্রকল্প। ফলে সৌদি আরব ধীরে ধীরে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে।

২০২৪ সালে দেশটিতে রেকর্ডসংখ্যক তীর্থযাত্রী এসেছে। শুধু ওমরাহ পালনেই এসেছেন ১ কোটি ৬৯ লাখ বিদেশি, আর হজে অংশ নিয়েছেন ১৬ লাখ ১০ হাজার মুসলিম। মক্কা রুট ইনিশিয়েটিভের মতো উদ্ভাবনী পদক্ষেপগুলো ৮টি দেশে ভিসা ও অভিবাসন প্রক্রিয়া সহজ করে দিয়েছে। এই উদ্যোগের আওতায় গত বছর ৩ লাখ ২২ হাজার ৯০০ তীর্থযাত্রী সেবা পেয়েছেন, যা ২০১৭ সালে ছিল মাত্র ১ হাজার ৭০০।

নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে তীর্থযাত্রা সম্পর্কিত অভিজ্ঞতা আরও সহজ ও উন্নত হয়েছে। যাত্রী সন্তুষ্টির হার পৌঁছেছে ৮১ শতাংশে। পাশাপাশি হারামাইন হাই-স্পিড রেল, মক্কা বাস নেটওয়ার্ক ও আল-মাশায়ির মেট্রোর মতো পরিবহন ব্যবস্থার মাধ্যমে ধর্মীয় স্থানগুলোর মধ্যে যাতায়াতে সহায়তা পেয়েছে প্রায় ৭ কোটি মানুষ।

গত বছর আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৩ কোটিতে, যেখানে ২০১৬ সালে এই সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ। একই সময় দেশীয় পর্যটকের সংখ্যাও বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৬২ লাখে। এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে ১৫ কোটির বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য পূরণে সক্ষম হবে দেশটি।

পর্যটন খাতের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে সৌদি আরব গ্রহণ করেছে বিলাসবহুল, টেকসই মেগা প্রকল্প। রেড সি প্রজেক্ট, শাবারা, সেন্ট রেজিস ও রিজ-কার্লটনের মতো কার্বন নিরপেক্ষ রিসোর্টগুলো ইতিমধ্যে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে। এই প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ টার্মিনালসহ রেড সি আন্তর্জাতিক বিমানবন্দর।

Link copied!