শুক্রবার, ০৯ মে, ২০২৫

হলিউডকে বাঁচাতে উদ্যোগ ট্রাম্পের, বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৫, ২০২৫, ০৪:১৫ পিএম

হলিউডকে বাঁচাতে উদ্যোগ ট্রাম্পের, বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক

এআই জেনারেটেড প্রতীকী ছবি

হলিউডকে রক্ষা করতে এবার চলচ্চিত্রশিল্পেও শুল্ক আরোপের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন চলচ্চিত্রশিল্প দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং এই শিল্পকে টিকিয়ে রাখতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘‘আমরা আবার আমেরিকায় তৈরি সিনেমা চাই।’’ তাঁর ভাষায়, আজকের সিনেমাগুলো মূলত প্রচারণা ও প্রপাগান্ডার হাতিয়ার হয়ে উঠেছে। শিল্পটিকে নতুন প্রাণ দিতে তিনি বাণিজ্য প্রতিনিধিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প জানান, তার পরিকল্পনার অংশ হিসেবে হলিউডের পুনরুজ্জীবনে জন ভয়েট, মেল গিবসন ও সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হলিউডকে বর্ণনা করেছেন ‘‘চমৎকার, কিন্তু গভীর সংকটে থাকা’’ এক জায়গা হিসেবে। তাঁর মতে, গত চার বছরে হলিউডের অনেক ব্যবসা বিদেশে চলে গেছে, এখন সময় এসেছে সেটিকে ‘‘আরো বড়, ভালো ও শক্তিশালী’’ করে ফিরিয়ে আনার।

তবে বিশেষজ্ঞদের মতে, ব্যাপারটি অতটা সরল নয়। গবেষণা সংস্থা প্রডপ্রো জানিয়েছে, গেল বছর যুক্তরাষ্ট্রে সিনেমা প্রযোজনায় খরচ হয়েছে প্রায় ১৪.৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম। একই সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যে এই খাতে বিনিয়োগ বেড়েছে, যা ট্রাম্পের উদ্বেগের পেছনে বড় কারণ হতে পারে।

এর আগেও হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন। তার মতে, এতে আমেরিকার শিল্প ও কর্মসংস্থান রক্ষা পাবে। তবে এই পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে চাপ তৈরি করছে এবং অনেক দেশের বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।

Link copied!