রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ভারতে স্টারলিংক সেবা দিতে মাস্ক-আম্বানির চুক্তি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৫:৫২ পিএম

ভারতে স্টারলিংক সেবা দিতে মাস্ক-আম্বানির চুক্তি

ভারতে স্টারলিংক সেবা চালু করতে এলন মাস্কের স্পেস এক্স এবং মুকেশ আম্বানির জিওর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায়, জিও গ্রাহকরা স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা পাবে।

এটি জানানো হয়েছে যে, এই চুক্তির পর, স্টারলিংক সেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ জিওর খুচরা দোকানে বিক্রি করা হবে এবং সেবা ইনস্টল ও চালুর জন্য গ্রাহক সেবা প্রদান করবে জিও।

গত কয়েক মাস ধরে মাস্ক এবং আম্বানির প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্যাটেলাইট তরঙ্গ নিয়ে বিতর্ক চলছিল, তবে এখন তারা একযোগে এই সেবা চালু ও দ্রুত গ্রাহক বাড়ানোর লক্ষ্যে এগোচ্ছে।

এই চুক্তি কার্যকর হবে যদি স্পেস এক্স ভারতে স্টারলিংক সেবা দেওয়ার অনুমোদন পায়। গত মাসে, ভারতের নিয়ন্ত্রক সংস্থা স্টারলিংকের অনুমোদন ও লাইসেন্সের প্রাথমিক অনুমোদন প্রায় চূড়ান্ত করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

এছাড়া, জিও ইতিমধ্যেই স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবা দেওয়ার জন্য একটি পৃথক উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে ভারতীয়রা স্যাটেলাইট ও জিওস্টেশনারির সমন্বয়ে ব্রডব্যান্ড সেবা পাবে।

এদিকে, টেসলা শিগগিরই ভারতে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং গত মাসে তারা ভারতীয় বাজারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।

Link copied!