রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

জাতীয় দলে প্রত্যাবর্তনের পাশাপাশি সাকিবের আইনি লড়াইয়েও পাশে বিসিবি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জানুয়ারি ২৫, ২০২৬, ০১:৪০ পিএম

দীর্ঘ বিরতি ও অনিশ্চয়তার পর ফিট থাকলে সব সিরিজে সাকিব আল হাসানকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, খুলে গেল জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক পথ।

জাতীয় দলে প্রত্যাবর্তনের পাশাপাশি সাকিবের আইনি লড়াইয়েও পাশে বিসিবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের ফেরার পথ আনুষ্ঠানিকভাবে খুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বিসিবির বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী দিনগুলোতে হোম অ্যান্ড অ্যাওয়ে—সব সিরিজের জন্যই সাকিবকে দলে নির্বাচিত করা হবে। তবে শর্ত একটাই—ফিট থাকতে হবে দেশসেরা এই অলরাউন্ডারকে।

বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, "সাকিব আল হাসানকে এখন থেকে সব সিরিজের জন্য বিবেচনায় রাখা হবে। তিনি যদি ফিট থাকেন, তাহলে নিয়মিতভাবেই জাতীয় দলে থাকবেন।" একই সঙ্গে বোর্ড সভায় আরও সিদ্ধান্ত হয়েছে—সাকিবের বিরুদ্ধে থাকা মামলাগুলো বিসিবির পক্ষ থেকে মোকাবিলা করা হবে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পেলেও বাংলাদেশের সামনে পরবর্তী আন্তর্জাতিক সিরিজ আগামী মার্চে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তান ঢাকায় আসার কথা। ধারণা করা হচ্ছে, এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর আবার লাল–সবুজ জার্সিতে ফিরবেন সাকিব।

জাতীয় দলের হয়ে সাকিব সর্বশেষ খেলেছিলেন ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে জনরোষ ও বিক্ষোভের আশঙ্কা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও সে সময় দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাঁকে।

সম্প্রতি দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তিনি দেশে ফিরতে চান এবং দেশের দর্শকদের সামনে বিদায় নিতে চান। বিসিবির সর্বশেষ সিদ্ধান্ত সেই প্রত্যাবর্তনের পথকেই আরও স্পষ্ট করল।

এদিকে বোর্ড সভায় আরও জানানো হয়েছে, সাকিবকে আবারও বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হবে। সব মিলিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর বাংলাদেশের ক্রিকেটে ফের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলল—যেখানে আবারও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে জাতীয় দলের নেতৃত্বে মাঠ মাতাতে।

Link copied!