প্রকাশিত: : জানুয়ারি ২২, ২০২৬, ১০:৪৬ পিএম
দেশের ইতিহাসের প্রথমবারের মত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক হচ্ছেন ইমাম খতিবরা। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে সারাদেশের নির্বাচনের কেন্দ্রগুলোতে যাবেন এবং পর্যবেক্ষণ করবেন।
এবারের নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে ১৪২ জন ইমাম খতিব অংশগ্রহণ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে বিভিন্ন আলোচনা দেখা গেছে। ইমাম খতিবরা পর্যবেক্ষক থাকার ফলে নির্বাচন আরও বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করছেন কেউ কেউ।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশন কতৃক মার্কা ঘোষণা করা হয়েছে। একইসাথে আজ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।