রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ভূমিকম্পের পর টিকে থাকতে প্রস্তুত রাখুন ‘জরুরি কিট’

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ২৩, ২০২৫, ০৫:১৯ পিএম

দেশজুড়ে ঘন ঘন ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে, আর এই বাস্তবতায় সবচেয়ে জরুরি প্রস্তুতি হলো একটি সঠিক *জরুরি কিট*—যা বিপর্যয়ের পর প্রথম কয়েক ঘণ্টা জীবন রক্ষা করতে পারে।

ভূমিকম্পের পর টিকে থাকতে প্রস্তুত রাখুন ‘জরুরি কিট’

ভূমিকম্পের ভয়াবহতা হলো এর আকস্মিকতা। কোন পূর্বসতর্কতা ছাড়াই কয়েক সেকেন্ডের কম্পনে ভবন ধসে পড়তে পারে, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ভয়াবহ আগুন বা গ্যাসলাইন বিস্ফোরণের মতো বিপর্যয় ঘটাও অসম্ভব নয়

দেশজুড়ে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ার পর সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থান করলেও সাম্প্রতিক কম্পনগুলোর ঘনত্ব আমাদের প্রস্তুতির ঘাটতিকে আরো স্পষ্ট করে দিয়েছে। এ বাস্তবতায় সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটি হলো— জরুরি কিট। যা ভূমিকম্প পরবর্তী বিপর্যয়পূর্ণ ঘণ্টাগুলোয় আমাদের বাঁচিয়ে রাখবে।

ভূমিকম্পের ভয়াবহতা হলো এর আকস্মিকতা। কোন পূর্বসতর্কতা ছাড়াই কয়েক সেকেন্ডের কম্পনে ভবন ধসে পড়তে পারে, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ভয়াবহ আগুন বা গ্যাসলাইন বিস্ফোরণের মতো বিপর্যয় ঘটাও অসম্ভব নয়। বিপর্যয় ভয়াবহ হলে উদ্ধারকারীরা পৌঁছাতে কয়েক ঘণ্টা বা কয়েক দিন সময়ও লাগতে পারে।

কী রাখবেন জরুরি কিটে?

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, একটি মানসম্মত জরুরি কিটে অন্তত ৩ দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকতে হবে। এর মধ্যে রয়েছে—

  • মাথাপিছু দিনে কমপক্ষে ৩ লিটার পানি
  • বিস্কুট, টিনজাত খাবার, মুড়ি, এনার্জি বার
  • ব্যান্ডেজ, গজ, ব্যথানাশক, স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসা সামগ্রী
  • টর্চ, অতিরিক্ত ব্যাটারি ও পাওয়ার ব্যাংক
  • জাতীয় পরিচয়পত্র, ব্যাংক ও বীমার কাগজসহ গুরুত্বপূর্ণ নথির কপি
  • জলরোধী পোশাক, জুতো ও হালকা কম্বল
  • হুইসেল, দড়ি, মাল্টিটুল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
  • সাবান, স্যানিটাইজার, স্যানিটারি প্যাডসহ ব্যক্তিগত পরিচ্ছন্নতার জিনিস


তবে জরুরি কিট শুধু সংগ্রহ করলেই হবে না, পরিবারের সবাইকে জানতে হবে—

  • কিট কোথায় রাখা আছে
  • এর ব্যবহারবিধি
  • ভূমিকম্প অনুভূত হলে করণীয়
  • নিরাপদ সমাবেশস্থল
  • জরুরি সেবার ফোন নম্বর
Link copied!