প্রকাশিত: : অক্টোবর ২৩, ২০২৫, ১২:১২ এএম
সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) সিরাজগঞ্জে “আলোর পথে যাত্রী” শীর্ষক একটি মঞ্চ নাটক আয়োজিত করেছে, যা ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে মঞ্চায়িত হয়।
নাটকটি বাংলাদেশের নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ জেলায় স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করেছে প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট।
প্রথম প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ তারিখে সিরাজগঞ্জ সদরে, এবং দ্বিতীয় প্রদর্শনীটি হবে বুধবার, ২২ অক্টোবর ২০২৫ তারিখে জেলার একটি চর এলাকায়।
অনুষ্ঠানটি শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে, যেখানে সিরাজগঞ্জের উদীয়মান গায়ক-গায়িকারা গান পরিবেশন করেন। দর্শকরা এই পরিবেশনায় মুগ্ধ হন এবং তা নাটকের শুরু থেকেই প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা যোগ করে।
নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে, যেখানে উপস্থিত ছিলেন পুরুষ, নারী, শিশু ও ছাত্রছাত্রীরা। খোলা স্থানে আয়োজন হওয়ায় বিভিন্ন পেশা ও সামাজিক পটভূমির মানুষ এতে অংশগ্রহণ করতে সক্ষম হন। তাদের সক্রিয় অংশগ্রহণ সমাজের সব স্তরে ডিজিটাল নিরাপত্তা সচেতনতা প্রচারের গুরুত্বকে তুলে ধরে।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন শাদমান আল আরবী ও আবু সুফিয়ান, প্রোগ্রাম অফিসার, সাকমিড এবং হুসনে আরা জলি, এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট। নাটকের মাধ্যমে অংশগ্রহণকারীরা জানতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার রূপ এবং এসব পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণের উপায়।
এছাড়াও জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে এবং নারী ও শিশুর সহিংসতার ঘটনায় ১০৯ নম্বরে কল করে দ্রুত সহায়তা পাওয়ার বিষয়টি শেখানো হয়।