শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মশাল জ্বালিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরবঙ্গের হাজারো মানুষের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : অক্টোবর ১৬, ২০২৫, ১০:১৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও নদী রক্ষার দাবিতে তিস্তা নদীর পাড়ে মওলানা ভাসানী সেতু এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় বিএনপি নেতারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

মশাল জ্বালিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরবঙ্গের হাজারো মানুষের

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মওলানা ভাসানী সেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন।

মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্তের কর্মসূচিতে নেতৃত্ব দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম নেতা মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক আলী বিএসসি, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু, এফআই জাহাঙ্গীর মণ্ডল, আজিজার রহমান, মুছা কালিমুল্লাহ, তছলিম উদ্দিন বাবলু, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, মতিয়ার পারভেজ, আবু তাহের আলমসহ অনেকে।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নির্দেশে আমরা দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা মোচনের জন্য আন্দোলন চালাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। নদীভাঙন, বন্যা ও পানির বৈষম্যে আমাদের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই প্রকল্পটির কাজ শুরু করতে হবে।  

এদিকে একই দাবিতে মওলানা ভাসানী সেতুর উত্তর পাশে জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলামের নেতৃত্বে মশাল প্রজ্বলন করা হয়। এছাড়াও একই দাবিতে মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্তের পূর্বপাশে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের নেতৃত্বেও একটি মশাল প্রজ্বলন করেন।

Link copied!