প্রকাশিত: : অক্টোবর ১৬, ২০২৫, ০৪:২০ পিএম
গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম পাসের হার—মাত্র ৫৮.৮৩%—নথিভুক্ত হয়েছে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়, যেখানে অকৃতকার্য হয়েছে প্রায় ৫ লাখ ৮ হাজার শিক্ষার্থী।
গত ২০ বছরের মধ্যে এ বছরই উচ্চমাধ্যমিকে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১ শিক্ষা বোর্ডে গড় পাসের হার মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
সারাদেশে প্রায় ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।
সর্বশেষ ২০০৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। সেবছর ৩ হাজার ৩৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিলেন। তখন সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হয়েছে।
ফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৪ সালের পর পাসের হার ধীরে ধীরে বাড়তে থাকে। ২০০৫ সালে পাসের হার ছিল প্রায় ৫৯ শতাংশ, আর জিপিএ–৫ পেয়েছিলেন ৫ হাজার ৫০৯ জন।
২০০৬ সালে পাসের হার ছিল ৬৫ দশমিক ৬৫ শতাংশ, জিপিএ–৫ পেয়েছিলেন ৯ হাজার ৮৬৮ জন। ২০০৭ সালে পাসের হার দাঁড়ায় ৬৪ দশমিক ২৭ শতাংশে।
২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে এইচএসসি পরীক্ষার পাসের হারে ওঠানামা দেখা দেয়। ২০১২ সালে সর্বোচ্চ ৭৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। অপরদিকে ২০১৮ সালে পাসের হার নেমে আসে ৬৪ দশমিক ৫৫ শতাংশে, যা ১২ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন। পরের বছর থেকে পাসের হার আবারও বাড়তে থাকে।
২০১৯ সালে পাসের হার বেড়ে দাঁড়ায় ৭৩ দশমিক ৯৩ শতাংশে। ২০২০ সালে কোভিড–১৯ মহামারির কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ২০২১ সালে পাসের হার ছিল ৯৫ দশমিক ৩ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৯ শতাংশ, ২০২৩ সালে ৭৫ দশমিক ৯ শতাংশ এবং ২০২৪ সালে পাসের হার দাঁড়ায় ৭৭ দশমিক ৭৮ শতাংশে।