প্রকাশিত: : জুন ২৫, ২০২৫, ০৭:৩৯ পিএম
বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রকাশিত ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স অনুযায়ী, ঢাকা এবার তিন ধাপ পিছিয়ে ১৭১তম অবস্থানে নেমে এসেছে। এর চেয়েও খারাপ অবস্থানে রয়েছে মাত্র দুটি শহর—সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত রাজধানী দামেস্ক (১৭৩তম) এবং লিবিয়ার রাজধানী ত্রিপলি (১৭২তম)।
গত ১৬ জুন প্রকাশিত এই প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের ১৭৩টি শহরকে পাঁচটি মানদণ্ড—স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো—অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে। ঢাকা পেয়েছে মোট ৪.১৭ স্কোর, যেখানে স্থিতিশীলতায় ৪৫, স্বাস্থ্যসেবায় ৪১.৭, সংস্কৃতি ও পরিবেশে ৪০.৫, শিক্ষায় ৬৬.৭ এবং অবকাঠামোয় মাত্র ২৬.৮ পয়েন্ট।
বিশ্লেষণে উঠে এসেছে যে, ঢাকার বসবাসযোগ্যতার সংকটের মূল কারণ হলো—দূষিত বাতাস, ভয়াবহ যানজট, নালা-নর্দমার বেহাল অবস্থা, দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং সুপরিকল্পিত নগর ব্যবস্থার অভাব।
অন্যদিকে, তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আগের তিন বছর এই অবস্থানে ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শীর্ষ দশের বেশিরভাগ স্থান দখল করে রেখেছে পশ্চিম ইউরোপের শহরগুলো, যেগুলোর অবকাঠামো, নাগরিক সেবা এবং জীবনযাত্রার মান বিশ্বসেরা।
EIU-এর গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সকে বিশ্বব্যাপী শহরগুলোর জীবনমান যাচাইয়ের একটি আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এই প্রতিবেদনের মাধ্যমে আবারও স্পষ্ট হলো, টেকসই ও মানবিক নগর উন্নয়নের ক্ষেত্রে ঢাকার অনেক দূর এগোনো বাকি।