প্রকাশিত: : জুন ১৯, ২০২৫, ০৪:৩৪ পিএম
৫ আগস্ট দিনটিকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামী সোমবার।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “১ জুলাই থেকে আমরা এক বিশেষ কর্মসূচির সূচনা করবো। এর মূল আয়োজনগুলো চলবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। উদ্দেশ্য—জুলাই মাসের আবেগ, চেতনা ও ঐতিহাসিক গুরুত্বকে ফিরিয়ে আনা।”
তিনি আরও জানান, আজ প্রাথমিকভাবে ৫ আগস্টকে অভ্যুত্থান দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাওয়ার পর গেজেট আকারে প্রকাশ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আগামী সোমবার প্রেস উইং থেকে বিস্তারিত কর্মসূচি ও পরিকল্পনার ঘোষণা আসবে বলে জানান উপদেষ্টা ফারুকী।