সোমবার, ০৫ মে, ২০২৫

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে স্থানীয়রা দুই ভারতীয়কেও ধরে এনেছে

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মে ৩, ২০২৫, ০৩:১১ এএম

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে স্থানীয়রা দুই ভারতীয়কেও ধরে এনেছে

দিনাজপুর বিরল সীমান্তবর্তী এলাকা থেকে দুইজন বাংলাদেশিকে নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয়কেও আটক করেছে বিক্ষুদ্ধ গ্রামবাসী।

শুক্রবার  বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক হলেন-  বিরল এলাকার এনামুল ইসলাম (৫০) ও তার ছেলে মাসুম (১৫)।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল। সেই সময় বিএসএফের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ ঘটনার পরিপ্ররেক্ষিতে  দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়

Link copied!