প্রকাশিত: : এপ্রিল ২২, ২০২৫, ০৬:০৫ পিএম
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত সংক্রান্ত নথি ডিবি কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “সাগর-রুনি হত্যা মামলার তদন্তের সময় আরও ৬ মাস বাড়ানো হয়েছে। কেউ কেউ বলছেন, ডিবির নথি আগুনে পুড়ে গেছে - এ তথ্য সঠিক নয়। কোথাও আগুনে পোড়ার কথা বলা হয়নি। ডিবির বেশিরভাগ কর্মকর্তা বদলি হয়ে যাওয়ায় পুরোনো নথি ও কাগজপত্র খুঁজে পেতে কিছুটা সময় লাগছে।”
এদিকে, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত ডিবি হেফাজতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার খবরকেও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
এদিন রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে হাইকোর্ট বেঞ্চ মামলাটির তদন্তের জন্য আরও ৬ মাস সময় বাড়ানোর আদেশ দেয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।