প্রকাশিত: : ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:২১ এএম
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির সংক্ষিপ্ত উপস্থিতি ঘিরে টিকিটধারী দর্শকদের ক্ষোভ থেকে শুরু হয় বিশৃঙ্খলা; ঘটনায় আয়োজক আটক, তদন্তের নির্দেশ ও দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লিওনেল মেসির ভারত সফরের শুরুটাই হলো বিশৃঙ্খলার মধ্য দিয়ে। আজ শনিবার কলকাতার সল্ট লেক স্টেডিয়াম এই আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখার অপেক্ষায় ছিলেন হাজারো দর্শক। কিন্তু মেসি দ্রুত মাঠ ছাড়তেই ক্ষুব্ধ ভক্তরা গ্যালারির আসন উপড়ে মাঠে ছুড়ে মারেন। কেউ কেউ নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠেও ঢুকে পড়েন।
এই হট্টগোল ও অব্যবস্থাপনার জেরে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে আটক করেছে পুলিশ।
মেসিকে দেখার জন্য চড়া দামে টিকিট কিনেছিলেন দর্শকেরা। টিকিটের দাম ছিল ৩ হাজার ৫০০ রুপি (প্রায় ৪ হাজার টাকা) থেকে শুরু করে ১২ হাজার রুপি পর্যন্ত। কিন্তু চুক্তি অনুযায়ী ৪৫ মিনিটের বদলে মেসি মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে অবস্থান করেন। এতেই মেজাজ হারান দর্শকেরা।
পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক (ডিজি) রাজীব কুমার বলেন, `আমরা মূল আয়োজককে (শতদ্রু ) আটক করেছি। এই অব্যবস্থাপনা যেন বিনা শাস্তিতে পার না পায়, সে ব্যবস্থা আমরা নিচ্ছি।` তিনি আরও জানান, বিক্রি হওয়া টিকিটের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজক ইতিমধ্যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে জানা গেছে, বিশ্বকাপজয়ী এই তারকা মাঠে নেমে হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন। তবে এ সময় আয়োজক ও নিরাপত্তারক্ষীদের বড় একটি দল তাকে ঘিরে রাখার কারণে অনেক দর্শকই তাকে দেখার সুযোগ পাননি।
স্টেডিয়ামে আসার মাত্র ২০ মিনিট পরই মেসি সেখান থেকে চলে যান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় তারকাকে বেশিক্ষণ কাছে না পেয়ে মেজাজ হারান দর্শকেরা। তখনই শুরু হয় বিশৃঙ্খলা।
এএনআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারির আসন উপড়ে মাঠ ও অ্যাথলেটিকস ট্র্যাকে ছুড়ে মারছেন। নিরাপত্তা বেষ্টনী টপকে কাউকে কাউকে মাঠে বিভিন্ন বস্তু ছুড়তেও দেখা যায়।
দর্শকদের মূল ক্ষোভ ছিল মেসিকে ঘিরে ধরা ভিড় নিয়ে। এক দর্শক এএনআইয়ের কাছে অভিযোগ করেন, `মেসিকে তো ঘিরে রেখেছিলেন শুধু নেতা আর অভিনেতারা...তাহলে আমাদের কেন ডাকা হলো? ১২ হাজার রুপি খরচ করে টিকিট কেটেছি, অথচ তার মুখটা পর্যন্ত দেখার সুযোগ পেলাম না।`
এই ঘটনায় লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন। বিশৃঙ্খলার খবর পাওয়ার সময় মমতা স্টেডিয়ামের পথেই ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা লিখেছেন, `সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থাপনা দেখলাম, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত।`
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, `আমি একটি তদন্ত কমিটি গঠন করছি। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করে দায়ীদের চিহ্নিত করবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়েও তারা সুপারিশ করবে।`
ভারতে ক্রিকেটের দাপট থাকলেও পশ্চিমবঙ্গ, কেরালা ও গোয়ায় ফুটবলের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফুটবলের প্রতি এই রাজ্যগুলোর মানুষের আবেগ দীর্ঘদিনের। এর আগে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা দুবার কলকাতা সফরে এসেছিলেন। ২০১৭ সালে হাজারো ভক্তের উপস্থিতিতে তিনি বিশ্বকাপ হাতে নিজের একটি ভাস্কর্য উন্মোচন করেছিলেন।
মেসির জন্যও কলকাতা নতুন নয়। ২০১১ সালে এই সল্টলেক স্টেডিয়ামেই একটি প্রীতি ম্যাচ খেলে গেছেন তিনি। সেবার ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এবারের সফরে শনিবার কলকাতায় নিজের ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য ভার্চ্যুয়ালি উন্মোচন করেন মেসি।
ভারত সফরে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাওয়ার কথা রয়েছে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডের। এই সফরে তিনি কনসার্ট, খুদে ফুটবলারদের প্রশিক্ষণ, প্যাডেল টুর্নামেন্ট ও বিভিন্ন দাতব্য কার্যক্রমের উদ্বোধন করবেন।