শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

৪০০ এসিস্ট ছুঁয়ে পুস্কাসের রেকর্ড ভাঙার কাছাকাছি মেসি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ৯, ২০২৫, ১১:৪৪ পিএম

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি লিখলেন ফুটবলের নতুন ইতিহাস—ক্লাব ও আন্তর্জাতিক মিলে ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট ছুঁয়ে পৌঁছে গেলেন ফেরেঙ্ক পুস্কাসের সর্বকালের রেকর্ডের একেবারে কাছাকাছি। ইন্টার মায়ামির হয়ে এমএলএস প্লে–অফে জোড়া গোল ও দুটি অ্যাসিস্টে আবারও প্রমাণ করলেন, বয়স তার জাদু থামাতে পারেনি।

৪০০ এসিস্ট ছুঁয়ে পুস্কাসের রেকর্ড ভাঙার কাছাকাছি মেসি

ফুটবলের ইতিহাসে আবারও এক নতুন অধ্যায় লিখলেন লিওনেল মেসি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ক্যারিয়ারে ৪০০তম এসিস্টের মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বর্তমানে কোনো সক্রিয় ফুটবলারের মধ্যে এমন কীর্তি নেই। আর এই অর্জনের মাধ্যমে তিনি পৌঁছে গেছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুস্কাসের সর্বকালের রেকর্ড ভাঙার একেবারে দোরগোড়ায়।

শনিবার রাতে ফ্লোরিডায় মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে–অফে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এসসিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। ম্যাচে জ্বলে ওঠেন ৩৮ বছর বয়সী ফুটবল জাদুকর মেসি। দুটি গোল করার পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করান। তার অ্যাসিস্টেই তাদেও আয়েন্দে করেন দলের দ্বিতীয় গোলটি, যা মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়।

এই রেকর্ডের মাধ্যমে মেসি এখন পুস্কাসের সর্বকালের অ্যাসিস্ট রেকর্ড থেকে মাত্র চারটি দূরে। ফুটবলের সৃজনশীল অংশে তার প্রভাব বরাবরই ছিল অসাধারণ, আর এই সংখ্যাটা যেন তার জাদুকরী খেলারই পরিসংখ্যানগত প্রমাণ। বার্সেলোনার হয়ে ২৬৯টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬০টি, পিএসজির হয়ে ৩৪টি এবং ইন্টার মায়ামির হয়ে ৩৭টি অ্যাসিস্ট করে তিনি এই অসামান্য মাইলফলকে পৌঁছেছেন।

মেসির এই মৌসুমটাও যেন তার ক্যারিয়ারের সোনালি ধারাবাহিকতারই প্রতিচ্ছবি। ইন্টার মায়ামির হয়ে চলতি এমএলএস প্লে–অফে দলের আটটি গোলের প্রতিটিতেই সরাসরি ভূমিকা রেখেছেন তিনি -নিজে করেছেন পাঁচটি, বানিয়ে দিয়েছেন তিনটি। তার নেতৃত্বে মায়ামি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে, যা তাদের ফুটবল যাত্রায় এক নতুন স্বপ্নের সূচনা।

আগামী ২২ নভেম্বর কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ এফসি সিনসিনাটি। সেখানে আবারও নজর থাকবে মেসির ওপর। রেকর্ড বইতে পুস্কাসকে ছাড়িয়ে ইতিহাসে নতুন অধ্যায় রচনার প্রত্যাশায়। ফুটবলের জাদুকর যেন বয়সকে অতিক্রম করে আরও উজ্জ্বল হচ্ছেন, ৪০০ এসিস্টের এই অর্জন শুধু সংখ্যার নয়, বরং সৃজনশীলতা, ধারাবাহিকতা এবং খেলার প্রতি তার অটল ভালোবাসার প্রতীক।

Link copied!