প্রকাশিত: : ডিসেম্বর ২৯, ২০২৫, ১১:০১ পিএম
সৌদি আরবে দশম বাদশাহ আবদুল আজিজ উট উৎসবে রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটকের সমাগম হয়েছে, যা দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের অন্যতম বড় আকর্ষণ হিসেবে নতুন মাত্রা যোগ করেছে।
জমে উঠেছে দশম বাদশাহ আবদুল আজিজ উট উৎসব। রেকর্ড সংখ্যক বিদেশি পর্যটক ভিড় করছেন সেখানে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই উৎসব এখন দেশটির অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজন হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে।
আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। সৌদি আরবের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ এটি। আয়োজকরা জানান, ৫০টিরও বেশি দেশ থেকে ৩ হাজারের বেশি মানুষ ইতিমধ্যে উৎসবটি ঘুরে দেখেছেন।
সংস্কৃতি ও বিনোদনের নানা আয়োজন রয়েছে উৎসবে। এসব আয়োজনের মাধ্যমে দর্শনার্থীরা উটের জগত সম্পর্কে জানতে পারছেন। উটের বিভিন্ন জাত থেকে শুরু করে সৌদি ঐতিহ্যে এদের গুরুত্ব—সবই চমৎকারভাবে তুলে ধরা হচ্ছে।
এখানে আছে নানা ধরনের অংশগ্রহণমূলক প্রদর্শনী ও শিক্ষামূলক উপস্থাপনা। এর মাধ্যমে মানুষ সৌদি আরবে উটের সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে গভীরভাবে জানতে পারছে।
উৎসবের আয়োজন ও আতিথেয়তায় মুগ্ধ দর্শনার্থীরা। অনেকেই এর ভূয়সী প্রশংসা করেছেন। কেউ কেউ এই উৎসবকে `জীবন্ত জাদুঘর` হিসেবে বর্ণনা করেছেন।