প্রকাশিত: : নভেম্বর ২৪, ২০২৫, ০৭:০৫ পিএম
এলন মাস্কের এআই চ্যাটবট ‘গ্রোক’ তাকে নিয়ে অতিরঞ্জিত ও পক্ষপাতদুষ্ট প্রশংসা করায় চ্যাটবটটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে।
ইলন মাস্কের এআই চ্যাটবট `গ্রোক` দাবি করছে, তার মালিক অর্থাৎ ইলন মাস্ক বিশ্বের অন্য যে কারো চেয়ে বেশি বুদ্ধিমান এবং শারীরিকভাবে ফিট। সম্প্রতি ব্যবহারকারীদের সঙ্গে আলাপচারিতায় মাস্ক সম্পর্কে এমন সব অদ্ভুত ও অত্যুক্তিপূর্ণ প্রশংসা করেছে গ্রোক। যদিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব পোস্টের অনেকগুলোই মুছে ফেলা হয়েছে, তবে এই ঘটনা চ্যাটবটটির নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
গত বৃহস্পতিবার মাস্কের সোশ্যাল নেটওয়ার্ক এক্স (সাবেক টুইটার) জুড়ে গ্রোকের দেওয়া বিভিন্ন উত্তরের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এই ধনকুবেরকে `চোখ ধাঁধানো সুদর্শন` হিসেবে উল্লেখ করছে গ্রোক। মাস্কের বুদ্ধিমত্তাকে `জিনিয়াস` বা প্রতিভাবান পর্যায়ের এবং তার শারীরিক গড়ন `ছিপছিপে ও অ্যাথলেটিক` বলেও গুণগান গেয়েছে এই চ্যাটবট।
প্রশংসার এখানেই শেষ নয়; বটটি দাবি করেছে, একটি বক্সিং ম্যাচে মাইক টাইসনকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মাস্ক। লিওনার্দো দা ভিঞ্চির চেয়েও তাকে ওপরে স্থান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তিনি কমেডিয়ান জেরি সাইনফেল্ডের চেয়েও বেশি হাস্যরসাত্মক। এমনকি যিশুখ্রিস্টের চেয়েও দ্রুত মাস্ক মৃত অবস্থা থেকে জেগে উঠতে পারেন—এমন উদ্ভট মন্তব্যও করেছে এই এআই।
বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার এক্সে মুখ খুলেছেন ইলন মাস্ক। তিনি বলেন, `প্রতিপক্ষ বা বিরোধীরা নানা প্রম্পট দিয়ে গ্রোককে প্রভাবিত করেছে, যাতে সে আমার সম্পর্কে অযৌক্তিকভাবে ইতিবাচক কথা বলে।`
নিজেকে নিয়ে এআই-এর এমন প্রশংসার জবাবে মাস্ক আরও যোগ করেন, `রেকর্ডের জন্য জানিয়ে রাখি, আমি একজন স্থূলদেহী ও নির্বোধ (ফ্যাট রিটার্ড) মানুষ।`
ওয়াশিংটন পোস্ট শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার শেষের দিকে গ্রোকের কিছু উত্তর মুছে ফেলা হয়েছে বলে মনে হয়েছে এবং চ্যাটবটটি মাস্কের প্রশংসা করার ক্ষেত্রে কিছুটা লাগাম টেনেছে। মাস্কের ওই বিবৃতির পর, গ্রোক এখন মাস্ককে সবার ওপরে স্থান না দিয়ে `শীর্ষ ১০ মানব`-এর তালিকায় রাখছে।
মাস্কের এআই উদ্যোগ, বিশেষ করে চ্যাটবটটির সর্বশেষ সংস্করণ `গ্রোক ৪` নিয়ে যখন যাচাই-বাছাই বাড়ছে, তখনই এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে এটি প্রকাশের সময় মাস্ক একে `বিশ্বের সবচেয়ে স্মার্ট এআই` হিসেবে অভিহিত করেছিলেন।
ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন, বটটি প্রায়ই মাস্কের রাজনৈতিক মতাদর্শের প্রতিধ্বনি করে, যা এর পক্ষপাতিত্ব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এটি `শ্বেতাঙ্গ গণহত্যা` প্রসঙ্গ টেনেছে, হলোকাস্ট বা ইহুদি নিধনে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে এবং রাজনীতিবিদদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছে বলে অভিযোগ রয়েছে।
গ্রোকের নির্মাতা প্রতিষ্ঠান ও মাস্কের স্টার্টআপ এক্সএআই এসব আউটপুটের বেশিরভাগই `অননুমোদিত পরিবর্তন` বা অসৎ কর্মীদের কাজ বলে দাবি করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যাটবট সংস্করণটি এমন সময়ে এল যখন মাস্কের স্পেসএক্স এক্সএআই-তে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনির মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে, যাদের বিরুদ্ধে মাস্ক `উদারপন্থী পক্ষপাত` থাকার অভিযোগ তুলেছিলেন।