প্রকাশিত: : মে ৮, ২০২৫, ০৬:৩৯ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরাইল বিরোধী বিক্ষোভে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে এবং ফিলিস্তিনপন্থি অবস্থান থেকে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিন, বিশ্ববিদ্যালয়ের মূল লাইব্রেরির একটি অংশ দখল করে ফেলেন `ফিলিস্তিনপন্থি` শিক্ষার্থীরা। গত বছরের বিক্ষোভের পর, তারা আবারও এই প্রতিবাদ কর্মসূচি শুরু করে। সামাজিক মাধ্যমের ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থী মুখোশ পরিধান করে ছিলেন এবং তারা টেবিলের ওপর দাঁড়িয়ে ড্রাম বাজিয়ে `স্ট্রাইক ফর গাজা` এবং `লিবারেটেড জোন` লেখা ব্যানার প্রদর্শন করছিলেন। এই কর্মসূচি তারা লরেন্স এ. ওয়েইন পাঠকক্ষে পরিচালনা করেন।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সহায়তা চেয়েছিল। লাইব্রেরি ভবনের নিরাপত্তা নিশ্চিত করার সময় বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন বলে জানানো হয়। নিউইয়র্ক পুলিশ এ ঘটনার পর নিশ্চিত করেছে যে, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে গ্রেপ্তারকৃতদের সঠিক সংখ্যা জানানো হয়নি।
এটি প্রথমবার নয়, ২০২৪ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ইসরাইলি আগ্রাসন বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিল।