প্রকাশিত: : মে ৮, ২০২৫, ০৩:০১ পিএম
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনারা রাতভর একে অপরের দিকে গোলাবর্ষণ ও গুলি বিনিময় করেছে।
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারত এবং পাকিস্তানের সেনারা রাতভর গোলাবর্ষণ ও গুলি বিনিময় করেছে। ভারতীয় সেনাবাহিনী আজ বৃহস্পতিবার এএফপিকে জানায় যে, রাতজুড়ে দুই দেশের সেনারা হালকা অস্ত্র ও কামানের গোলা বিনিময় করেছে।
এ ঘটনার আগের দিন, বুধবার, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে, যা দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই দিন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করেছে যে, তারা পাকিস্তানের নয়টি `সন্ত্রাসী শিবির` ধ্বংস করেছে।
ভারতীয় কর্মকর্তারা দুই সপ্তাহ আগে ভারতীয় কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার রাতে ভাষণে বলেন, ভারতের হামলার `প্রতিশোধ` নেওয়া হবে।
ভারত এবং পাকিস্তানের এই হামলায় মোট ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তান জানিয়েছে, ভারতীয় হামলায় তাদের ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আর ভারত জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে তাদের অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গত রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা, বারামুল্লা, উরি এবং জম্মু ও কাশ্মীরের আখমুর এলাকায় এলওসি বরাবর বিনা প্ররোচনায় গোলাবর্ষণ করেছে এবং ভারতীয় সেনাবাহিনী `উপযুক্ত জবাব` দিয়েছে।
এই উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর, বিশ্ব নেতারা ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা প্রশমনের জন্য চাপ দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, `আমি তাদের থামতে দেখতে চাই।`
এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি পাকিস্তান সফর করেন এবং তেহরান দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে।