শনিবার, ১০ মে, ২০২৫

রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি শাহবাজ শরিফের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৮, ২০২৫, ০১:৩৯ এএম

রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি শাহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘গত রাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে।’

বুধবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর পাকিস্তানের গণমাধ্যমের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় ও নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।’

Link copied!