শনিবার, ১০ মে, ২০২৫

ভারতের হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নিহত: পাল্টা জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৭, ২০২৫, ০৪:০৮ পিএম

ভারতের হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক নিহত: পাল্টা জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের

ভারতের সামরিক হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এর আগে পাকিস্তান সরকার নিহতের সংখ্যা ৮ বলে জানালেও, রাতভর হামলার পর হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বুধবার ভোররাতে ভারত পাকিস্তানের নয়টি স্থানে "সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে" ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

পাকিস্তানের সেনাপ্রধান এই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, "ভারতের এই আগ্রাসনের জবাব আমরা আমাদের পছন্দের সময়, স্থান এবং পদ্ধতিতে দেব।" পাকিস্তান অভিযোগ করেছে যে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে একটি মসজিদে আঘাত হানে, যাতে এক শিশু নিহত এবং একজন নারী ও পুরুষ আহত হন। এছাড়া, মুরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজফ্ফরাবাদ ও কোটলি এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

মুজফ্ফরাবাদ শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শহরের মানুষ পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে "যুদ্ধ ঘোষণার শামিল" বলে উল্লেখ করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানানো হয়েছে যে, তারা জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং কোন সামরিক স্থাপনায় হামলা করা হয়নি। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমাদের পদক্ষেপ ছিল পরিমিত, সুনির্দিষ্ট এবং উত্তেজনা না বাড়ানোর মতো।”

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, "ভারতের লক্ষ্যবস্তু ছিল বেসামরিক এলাকা, কোনো সামরিক ঘাঁটি নয়। পাকিস্তান এর জবাব দেবে এবং সকালের আগেই তা দেখা যাবে।"

এই হামলা এমন এক সময় হয়েছে যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দাস জলচুক্তি নিয়ে নতুন উত্তেজনার কথা বলেন, যা পাকিস্তানের সঙ্গে জলসম্পদ নিয়ে বিরোধের দিকে ইঙ্গিত করে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিস্থিতিকে "খুবই উদ্বেগজনক" বলে অভিহিত করেছেন এবং দুই দেশের প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে তা পুরো বিশ্বের জন্য হুমকি।”

Link copied!