প্রকাশিত: : মে ৪, ২০২৫, ০৩:৪২ পিএম
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। তার প্রেস অফিস আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল, স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন শুরু করে মুইজ্জু। তিনি কিছু সময় প্রার্থনার জন্য বিরতি নেওয়ার পর ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে এই সংবাদ সম্মেলন চালিয়ে যান। প্রেস অফিস জানায়, এটি একটি নতুন বিশ্ব রেকর্ড, যেখানে মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সম্মেলনটি মধ্যরাত পর্যন্ত চলে।
এটি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ২০১৯ সালের অক্টোবরে ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলনের রেকর্ড ভেঙে দিয়েছে। সেই সময়, ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি দাবি করেছিল যে, জেলেনস্কি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ৭ ঘণ্টার রেকর্ড ভেঙে দিয়েছেন।
মুইজ্জুর এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি বিশেষভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অনুষ্ঠিত হয়, যা সংবাদমাধ্যমের গুরুত্ব এবং স্বাধীনতার প্রতি তার শ্রদ্ধা প্রকাশের একটি সুযোগ ছিল। প্রেসিডেন্ট মুইজ্জু এসময় সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের প্রশ্নেরও উত্তর দেন এবং সংবাদপত্রের সত্য, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়। এছাড়া, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) দ্বারা প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে মালদ্বীপ দুই ধাপ এগিয়ে ১০৪তম অবস্থানে পৌঁছেছে।