প্রকাশিত: : অক্টোবর ১২, ২০২৫, ০৮:৩৮ পিএম
দুবাইয়ের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে হিজাব পরে হাজির দীপিকা পাডুকোন ও দাড়িওয়ালা রণবীর সিং—আবুধাবির পর্যটন প্রচারণার এই বিজ্ঞাপন ঘিরে নেটিজেনদের মধ্যে ছড়িয়েছে বিতর্ক, কেউ বলছেন ধর্মবিরোধী, কেউ দেখছেন সংস্কৃতির প্রতি সম্মান।
 
                                                                                        কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন দীপিকা পাডুকোন। মুসলিম ঘরানার নামের কারণে অনেকে নাখোশ হয়েছিলেন রণদীপ দম্পতির ওপর। এবার দুজনে ধরা দিলেন ভিন্ন লুকে। হিজাবে দীপিকা আর রণবীরের মুখে লম্বা দাড়ি। আর যায় কোথায়! কটাক্ষ শুরু নেটিজেনদের।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা। অন্যদিকে রণবীরের মুখে লম্বা দাড়ি। দুজনে ঘুরে ঘুরে আবুধাবি শহর দেখাচ্ছেন দর্শককে। এসময় তাদের দেখা গেছে দুবাইয়ের আইকনিক শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে।
মূলত এটি একটি বিজ্ঞাপন। আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা।
কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি নেটাগরিকদের একাংশ। তাদের কারও মন্তব্য, ‘হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।’ কেউ বা আবার দীপিকাকে ‘দুমুখো’ বলেও কটাক্ষ করেন।
তবে কম যান না দীপিকার ভক্তরাও। তাদের পাল্টা জবাব, ‘বিদেশিরা আমাদের মন্দিরে এলে আমরা চাই, তারা সভ্যভদ্র পোশাক পরে আসুক। তা এক্ষেত্রে দীপিকা আবু ধাবির সংস্কৃতি মেনে চলায় ওকে এত কটাক্ষ করা হচ্ছে কেন?’
এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা-রণবীরের। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দুই বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংহের হাতেও।