প্রকাশিত: : ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৪৪ পিএম
তাসনিয়া ফারিণের নতুন গান ‘মন গলবে না’ প্রকাশ পেয়েছে ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে। গায়িকা ও প্রযোজক হিসেবে প্রথমবার একসঙ্গে হাজির হয়ে নিজের ‘ফড়িং ফিল্মস’ ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তিনি।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী অভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও প্রযোজক তাসনিয়া ফারিণ। এরই মধ্যে রুপালি পর্দায় বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। এবার পূর্বের ঘোষণা অনুযায়ী প্রকাশ পেল তার নতুন গান ‘মন গলবে না’। যেটি তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম মিউজিক ভিডিও। তবে এবার শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হলো ফারিণের। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান। ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে। এদিকে, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা।