প্রকাশিত: : এপ্রিল ৯, ২০২৫, ০৫:১০ পিএম
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মাত্র সাত দিনেই টিকিট বিক্রি থেকে আয় করেছে ২৭ কোটি ৪৩ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। প্রতিষ্ঠানটি জানায়, মুক্তির নবম দিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে প্রাপ্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রথম সাত দিনে সিনেমাটির গ্রস কালেকশন এ অঙ্ক ছুঁয়েছে।
এর আগে ২০২৩ সালের ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি এক মাসে প্রায় ২৭ কোটি টাকার টিকিট বিক্রি করেছিল বলে জানিয়েছিল সংশ্লিষ্টরা।
‘বরবাদ’-এর এই সাফল্য নতুন করে ঢাকাই সিনেমায় আশার আলো দেখাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।