রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

অস্কার পেল ইসরায়েলি-ফিলিস্তিনি পরিচালকের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ৫, ২০২৫, ০২:৩৫ পিএম

অস্কার পেল ইসরায়েলি-ফিলিস্তিনি পরিচালকের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

তথ্যচিত্রের অফিশিয়াল কভারের সামনে অস্কার হাতে পরিচালক বাসেল আদ্রার ও ইউভাল আবরাহাম

ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াই ও নিজ বাড়িঘর সুরক্ষিত রাখার প্রচেষ্টার ঘটনাগুলো নিয়ে নির্মিত ‍‍দনো আদার ল্যান্ড‍‍দ এ বছর সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে।

সোমবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানা যায়, অস্কার জিতেছে ইসরাইলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’।

এই বিভাগে মনোনয়ন পাওয়া অন্যান্য তথ্যচিত্রের মধ্যে ছিল ‍‍দপোরসেলিন ওয়ার‍‍দ, ‍‍দসুগারকেইন‍‍দ, ‍‍দব্ল্যাক বক্স ডায়রিস‍‍দ ও ‍‍দসাউন্ডট্র্যাক টু অ্যা ক্যু দ‍‍দতাত‍‍দ।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ‍‍দনো আদার ল্যান্ড‍‍দ তৈরি করা হয়। এতে মানবাধিকারকর্মী বাসেল আদ্রারকে অনুসরণ করা হয়। তিনি গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরর দক্ষিণে নিজ এলাকা মাসাফের ইয়াত্তার ধ্বংসযজ্ঞ ক্যামেরায় ধারণ করেন। ইসরায়েলি সেনারা ওই জায়গাটি ধ্বংস করে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে।
 

ডান থেকে বামে: অস্কারজয়ী পরিচালক বাসেল আদরা ও ইউভাল আবরাহাম। ছবি: এএফপি
ডান থেকে বামে: অস্কারজয়ী পরিচালক বাসেল আদরা ও ইউভাল আবরাহাম। ছবি: এএফপি


 তথ্যচিত্রে দেখানো হয়, শুরুতে আদ্রারের কথা কেউ শুনছেন না। পরে এক ইহুদি ইসরায়েলি সাংবাদিকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। সাংবাদিক ইউভাল আবরাহাম মানবাধিকারকর্মী বাসেল আদরার তথ্যচিত্রকে আরও গ্রহণযোগ্যতা এনে দিতে কাজ করেন। দুইজন মিলেই শেষ করেন তথ্যচিত্রটির নির্মাণকাজ। 
পুরস্কার নেওয়ার সময় আদ্রার বলেন, বেশ কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যে কঠোর বাস্তবতার মোকাবিলা করছে, এর প্রতিফলন পড়েছে ‍‍দনো আদার ল্যান্ড‍‍দ-এ।

‍‍দপ্রায় দুই মাস আগে সন্তানের পিতা হয়েছি। আশা করি, আমি যে জীবন যাপন করছি আমার মেয়ের জীবন তা থেকে ভিন্ন হবে। ইসরায়েলি দখলদাররা আমার সম্প্রদায়কে প্রতিদিন অবৈধ বসতি, সহিংসতা, বাড়িঘর ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে রাখছে। তারা প্রতিনিয়ত এ ধরনের পরিণতি ভোগ করছেন,‍‍দ যোগ করেন তিনি।

তিনি বিশ্বকে আহ্বান জানান ‍‍দএই অন্যায্য পরিস্থিতি বন্ধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি জনগোষ্ঠীর জাতিগত নিধন বন্ধ করতে।‍‍

No Other Land‍‍` wins best documentary award at Berlin Film Festival |  SunOnline International
নো আদার ল্যান্ড তথ্য চিত্রের পোষ্টার। ছবি: সংগৃহীত

একতাবদ্ধ কণ্ঠ আরও শক্তিশালী

ইসরায়েলি চিত্রনির্মাতা আবরাহাম জানান, যেহেতু তারা দুইজন মিলে এই তথ্যচিত্র বানিয়েছেন তাদের একতাবদ্ধ কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়েছে।

‍‍দআমরা একে অপরের সমস্যাগুলো দেখেছি: গাজা ও গাজাবাসীদের বিরুদ্ধে নিন্দনীয় ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। একই সঙ্গে ৭ অক্টোবর হিংস্রভাবে ছিনিয়ে নেওয়া জিম্মিদেরও মুক্তি দিতে হবে,‍‍দ যোগ করেন তিনি।

আবরাহাম ইসরায়েলি সরকারের সমালোচনা করেন। তার মতে, সমস্যা সমাধানের ভিন্ন পথও আছে।

‍‍দজাতিগত আধিপত্য প্রতিষ্ঠার পরিবর্তে রাজনৈতিক সমাধান বিবেচনা করা উচিত। এখানে উভয়েই (ইসরায়েলি ও ফিলিস্তিনি) তাদের জাতিগত অধিকার পাবে।‍‍দ

তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে এই তথ্যচিত্র দেখাতে পরিবেশক পেতে সংকটে পড়েন নির্মাতারা। অবশেষে গত নভেম্বরে লিঙ্কন সেন্টারে এক সপ্তাহ এটি দেখানোর অনুমতি পান আদরা-আবরাহাম। সেই প্রদর্শনী না করতে পারলে তথ্যচিত্রটি অস্কার পাওয়ার জন্য বিবেচিত হতো না।


অস্কার ‘নো আদার ল্যান্ড’র জন্য সর্বশেষ হাই-প্রোফাইল সম্মান।  তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।

Link copied!