সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ জাতিসংঘ মহাসচিবের

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ০৩:০৮ পিএম

গুতেরেস বলেন, "মিয়ানমারে লড়াই বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর চাপ বৃদ্ধি করা জরুরি।"

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

গুতেরেস বলেন, "মিয়ানমারে লড়াই বন্ধ করা এবং সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোর চাপ বৃদ্ধি করা জরুরি।"

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য প্রথম ধাপে সহিংসতা বন্ধ করতে হবে এবং একই সঙ্গে একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে হবে, যা মিয়ানমারে প্রকৃত গণতান্ত্রিক সমাধানের পথ সুগম করবে। এতে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন সহজ হবে।

এ ছাড়া, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, "প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় ও নিরাপদে নিজ দেশে ফিরতে পারেন।"

গুতেরেস আরও জানান, বাংলাদেশ থেকে মিয়ানমারের জন্য একটি মানবিক সহায়তা চ্যানেল তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে এটি বাস্তবায়নের জন্য যথাযথ অনুমোদন ও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

 

Link copied!