শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নবীন বরণ অনুষ্ঠান ‘ঐত্রী বরণ’, যেখানে নবীনদের পরিবেশনায় ও আলোচনায় ফুটে উঠেছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত চর্চা।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নবীন বরণ অনুষ্ঠিত

আজ ১৫ জানুয়ারি ,২০২৬ , বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ‍‍` এর নবীন বরণ অনুষ্ঠান ‘ঐত্রী বরণ‍‍`। বেলা ২ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলেছে রাত পর্যন্ত। আয়োজন জুড়ে ছিল নবীনদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।  

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন  ফয়জুল্লাহ সাঈদ, আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও নির্দেশক।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিক্ষক উপদেষ্টা তানভীর নাহিদ খান। উৎসবমুখর এ আয়োজনের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মাননীয় মডারেটর এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খান বলেন, “বাঙালিত্বের প্রাণভোমরা আমাদের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংগীত ও সংস্কৃতি নবীনদের প্রাণশক্তিতে নবরূপে, নব উদ্যমে সঞ্চারিত করতে সদা প্রস্তুত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।”

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া বলেন, “বাংলা সংস্কৃতির সৌন্দর্যকে প্রতিটি ক্ষণে জাগিয়ে তুলে, বিভিন্ন আয়োজন ও পরিবেশনার মাধ্যমে আমরা বাঙালিয়ানার গৌরব নবীন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।” সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি বলেন “বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের শেকড়ে গভীরভাবে প্রোথিত থেকে বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে আমরা বাঙালিয়ানার সৌন্দর্য নবীনদের মাঝে ছড়িয়ে দিতে চাই-এটাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সংস্কৃতিচর্চার প্রতিশ্রুতি।”

সংগঠনটির বিভিন্ন ব্যাচের নামকরণেও রয়েছে বাঙ্গালিয়ানার ছাপ। বাংলা বর্ণমালার বিভিন্ন বর্ণ দিয়ে ধারাবাহিকভাবে ব্যাচগুলোর নামকরণ করা হয়েছে। অয়োময়, আত্রেয়ী, ইচ্ছামতি, ঈশান, উচ্ছ্বাস, ঊষা, ঋদ্ধ, একান্তিকা ব্যাচের ধারাবাহিকতায় সময়ের পরিক্রমায় নতুন আরেকটি ব্যাচ ‘ঐত্রী’ যুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পরিবারে। ‘ঐত্রী’র আগমন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদকে আরও সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ যাত্রার শুরু থেকেই সুস্থ বাঙালি সংস্কৃতি চর্চা ও এর বিকাশে কাজ করছে। নিজেদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ ও পরিবেশনা প্রশংসনীয়। বৈচিত্র্যময় সংস্কৃতির সহাবস্থানে সম্প্রীতি চর্চা ও অসাম্প্রদায়িকতার আদর্শ তরুণদের মাঝে প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
 

Link copied!