শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

প্রতিদিন সাইবার স্পেসে হয়রানির সংখ্যা লিখে তারকাদের অভিনব প্রতিবাদ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ২৭, ২০২৫, ০৮:০৩ পিএম

দেশের নারী অভিনয়শিল্পীরা নিজেদের শরীরে সংখ্যা লিখে ছবি প্রকাশ করছেন সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের নতুন ভাষা হিসেবে। ‘মাই নাম্বার, মাই রুলস’ শীর্ষক এ আন্দোলন তুলে ধরছে প্রতিদিনের হয়রানি, ভয় ও সংগ্রামের অদেখা বাস্তবতা।

প্রতিদিন সাইবার স্পেসে হয়রানির সংখ্যা লিখে তারকাদের অভিনব প্রতিবাদ

দেশের নারী অভিনয়শিল্পীদের ফেসবুক জুড়ে ভেসে বেডাচ্ছে অভিনব প্রতিবাদের ছবি। যা নিয়ে কৌতূহল বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই জানতে চাচ্ছেন সংখ্যা লিখে ছবি প্রকাশের নেপথ্যের কারণ কী।

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সরব হয়েছেন দেশের তারকারা। সমাজের চোখে আঙুল দিয়ে ঘৃণ্য অপরাধের ভয়াবহতা তুলে ধরতে নিজেদের শরীরের নির্দিষ্ট কিছু সংখ্যা লিখে সেই ছবি প্রকাশ করছেন নারী অভিনয়শিল্পীরা।  

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে প্রথম আওয়াজ তোলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২৫ নভেম্বর নিজের ফেসবুক একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় তার গালে বড় করে লেখা ‘৯’। ক্যাপশনে জানান, প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। নিজের কণ্ঠস্বরকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে লেখেন, ‘মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান, এবং সে সবকিছু কাটিয়ে ওঠার গল্প।’

এরপর সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে ‘মাই নাম্বার, মাই রুলস’ নামে নতুন এই আন্দোলনে একযোগে যুক্ত হয়েছেন অভিনেত্রী রুনা খান, শবনম ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘিসহ একাধিক তারকা। রুনা হাতে ‘২৪’লেখা ছবি প্রকাশ করেন। মৌসুমী হামিদ ‘৭২’। ফারিয়া লেখেন ‘১০০০’, দীঘি ‘৩’। সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও আশনা হাবিব ভাবনা ‘৯’ এবং ‘৯৯+’ লিখেছেন।

‘৯৯+’ লেখা নিজের ছবি প্রকাশ করে পোস্টে অভিনেত্রী ভাবনা লিখেছেন, ‘তোমার নম্বরের গল্প বলো, আরো জোরে আওয়াজ তোলো’। এরপর তিনি লেখেন, ‘সাধারণ মানুষ হয়তো আমার শরীরে লেখা এই সংখ্যাটিকে শুধুমাত্র একটি সংখ্যা হিসেবেই দেখছেন। কিন্তু এরমধ্যে আমি দেখছি আমার জীবনের সমস্ত কষ্ট এবং সাফল্যে অর্জনের পেছনের নানা প্রতিকূলতা।’

আন্তর্জাতিকভাবেও চলমান ডিজিটাল সহিংসতা বিরোধী প্রচারণার অংশ হিসেবে ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন ১৬ দিনব্যাপী চলবে।  

Link copied!