বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

৩ কোটি ৬০ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৪১ পিএম

বিশ্বের দ্রুত বর্ধনশীল মেগাসিটির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা; জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধিতে টোকিওকে পেছনে ফেলেছে রাজধানী, এবং ২০৫০ সালের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় শহর হওয়ার পথে রয়েছে বাংলাদেশ।

৩ কোটি ৬০ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর ঢাকা

দিন দিন বেড়েই চলেছে রাজধানী ঢাকার জনসংখ্যা। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় এই শহরে মানুষের বসবাস বাড়ছে নজিরবিহীন। এতে নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে ঢাকা। শুধু তাই নয়, আগামী ২০৫০ সালের মধ্যে ঢাকা বৃহৎ শহরের তালিকায় শীর্ষস্থানে উঠে আসবে।

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগে বিশ্বের বৃহৎ শহর ছিল জাপানের রাজধানী টোকিও। কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থান দখল করেছে ঢাকা। আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সর্বশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ জাপানের প্রাণকেন্দ্রকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল।

জাতিসংঘের তথ্যানুযায়ী, জাকার্তায় এখন বাস করেন ৪ কোটি ১৯ লাখ মানুষ। ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ আর টোকিওতে থাকেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের অর্থনীতি এবং সামাজিক বিষয়ক বিভাগের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী মেগাসিটির সংখ্যা ৩৩-এ পৌঁছেছে। যেখানে ১৯৭৫ সালে শুধুমাত্র আটটি মেগাসিটি ছিল। যেসব শহরে একটি কোটির বেশি মানুষ থাকেন, সেগুলোকে মেগাসিটি বলা হয়।

এই ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়। এছাড়া শীর্ষ ১০টি মেগাসিটির ৯টির অবস্থানও এশিয়াতে। এগুলো হলো- ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ বাসিন্দা), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের আরেক শহর গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনে মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এর মধ্যে শুধুমাত্র মিসরের রাজধানী কায়রো বিশ্বের শীর্ষ ১০ মেগাসিটির একটি, যেটি এশিয়ার বাইরে। কায়রোতে থাকেন ৩ কোটি ২০ লাখ মানুষ।

অপরদিকে আমেরিকা অঞ্চলে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো। এখানে থাকেন ১ কোটি ৮৯ লাখ মানুষ। সাব-সাহারা অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘ বলেছে, ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে চলে এসেছে। যাদের অনেকে কাজ বা কাজের সন্ধানে, অনেকে বন্যা ও সমুদ্রস্তর বাড়ার ঝুঁকির কারণে ঢাকায় পাড়ি জমিয়েছে

Link copied!