মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশের প্রার্থনায় সাকিব

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : নভেম্বর ২৪, ২০২৫, ১০:০১ পিএম

ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশের প্রার্থনায় সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে সাকিব আল হাসান। সর্বশেষ ভারত সিরিজে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই দেশের বাইরে অবস্থান করছেন এ তারকা অলরাউন্ডার। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন তিনি।

সোমবার  নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে লেখেন, “আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।”
 

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন সাকিব। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। আসরের শুরু থেকেই স্কোয়াডে থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি।

তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে সাকিবকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। সেখানে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি তিনি। ম্যাচটিও হেরে মাঠ ছাড়ে তার দল।

Link copied!