প্রকাশিত: : অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৪৭ পিএম
বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে, আর চরম দারিদ্র্যের শিকার ১ কোটি ৬৫ লাখ। রংপুর ও বরিশালে দারিদ্র্যের হার সর্বোচ্চ, জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক বৈষম্যকে দারিদ্র্যের প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫-এ উপস্থাপিত গবেষণা।
বাংলাদেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ৫ কোটি (৪৯ দশমিক ১৯ মিলিয়ন), যেখানে চরম দারিদ্র্যের শিকার মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৬৫ লাখ (১৬ দশমিক ৪৩ মিলিয়ন)। দেশে চরম দারিদ্র্যের হার সবচেয়ে বেশি রংপুর ও বরিশাল বিভাগে। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইকোনমিক রিফর্ম সামিট ২০২৫-এর ‘দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং খাদ্যনিরাপত্তা’ শীর্ষক সেশনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকল্প পরিচালক ড. শরিফ আহমেদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
দুই দিনব্যাপী এ সামিট যৌথভাবে আয়োজন করে নাগরিক কোয়ালিশন, ইনোভিশন, ফিনটেক সোসাইটি, ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এতে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও বিডিজবসডটকম।
অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে জানানো হয়, তথ্যানুযায়ী রংপুর ও বরিশাল বিভাগে দারিদ্র্যের হার সর্বোচ্চ। বহুমাত্রিক দারিদ্র্যের সূচক অনুসারে, শূন্য দশমিক ১৭৭ মান নিয়ে সবচেয়ে বেশি বহুমাত্রিক দরিদ্র বিভাগ সিলেট, আর শূন্য দশমিক শূন্য ৯৪ মান নিয়ে সবচেয়ে কম দরিদ্র রাজশাহী বিভাগ। মাথাপিছু দারিদ্র্যের হারে সিলেট (৩৭ দশমিক ৭ শতাংশ) ও বরিশাল (৩১ দশমিক ৫৭ শতাংশ) শীর্ষে, অন্যদিকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে খুলনা (১৫ দশমিক ২২ শতাংশ) ও ঢাকা (১৬ দশমিক ৯৫ শতাংশ)।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের পূর্বাভাসে দেখা গেছে, বাংলাদেশে প্রায় ১ কোটি ৬৫ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এর মধ্যে ৭ লাখ ৮৫ হাজার মানুষ জরুরি সহায়তার প্রয়োজনীয় অবস্থায় রয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কুড়িগ্রাম ও সুনামগঞ্জ জেলার মানুষ এবং বিশেষ করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী।
ড. শরিফ তার গবেষণায় বলেন, ‘জলবায়ু পরিবর্তনও দারিদ্র্যের চালিকাশক্তিতে পরিণত হয়েছে। দেশের বহুমাত্রিক দরিদ্র মানুষের প্রায় ৮০ শতাংশ জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করছে, যারা খরা, বন্যা ও তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।’
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘উন্নয়নের ধারা শহরকেন্দ্রিক হওয়ায় আঞ্চলিক বৈষম্য বাড়ছে। দেশের প্রায় ৯০ শতাংশ শিল্প ও সেবা খাতের কর্মসংস্থান কেন্দ্রীভূত ঢাকা ও চট্টগ্রামে। ফলে অন্য অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান সীমিত রয়ে গেছে।’
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, ‘রাজনৈতিক লক্ষ্য মানে কেবল সংস্কার বা প্রতিষ্ঠানের নাম কিংবা পদবি পরিবর্তন করা নয়, বরং এর উদ্দেশ্য ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি।’