বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

পদ্মা সেতুতে তিন বছরে টোল আদায় আড়াই হাজার কোটি টাকা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৬, ২০২৫, ০২:১১ পিএম

পদ্মা সেতুতে তিন বছরে টোল আদায় আড়াই হাজার কোটি টাকা

দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনকারী পদ্মা সেতু চালুর তিন বছরে টোল আদায় ছাড়িয়েছে আড়াই হাজার কোটি টাকা। ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হয় দেশের সবচেয়ে বড় এই সেতু।

সেতু কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, চালুর পর থেকে এ বছরের ২৫ জুন পর্যন্ত পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন। এ সময় টোল আদায় হয়েছে ২ হাজার ৫০৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানিয়েছেন, সেতু চালুর পর যানবাহনের চাপ এবং টোল আদায় উভয়ই ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন থেকে আদায় হয় ৭৯৮ কোটি ৬০ লাখ টাকার বেশি। আর ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ ১ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার থেকে আদায় হয় ৮৫০ কোটি ৪৩ লাখ টাকা।

তিনি জানান, বছর অনুযায়ী গাড়ির সংখ্যা ও টোল আদায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বোঝা যায়, পদ্মা সেতু দেশের অর্থনৈতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য, ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।

Link copied!